আসন্ন দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে কচুয়ায় এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর উপজেলা প্রশাসনের হলরুমে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তানজিলা জান্নাত রেটিনা,কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের সভাপতি নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,আনসার ভিডিপি অফিসের কর্মকর্তা আছিয়া বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা ও মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের প্রভাষক নিরাময় ইন্দু হালদার, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো: নাজমুল হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা মুকেশ চন্দ্র বাওয়ালী।
আয়োজিত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার ৪৪ টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।