আশাশুনি উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তার প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২২ সেপ্টেম্বর উপজেলার ১০ ইউনিয়নে ১৬টি স্থানে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আবদেনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে ৭৮টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই বাছাইকালে ২ জনের আবেদন অসম্পূর্ণতার কারণে বাতিল করা হয়। বুধবারের সভায় আবেদনগুলো যাচাইবাছাই সময় সাপেক্ষ হওয়ায় যাচাই বাছাই অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে সব ডিলার বর্তমানে চাল বিতরণ করে আসছেন, সুবিধাভোগিদের কথা বিবেচনা করে আপাতত বর্তমান ডিলারদের মাধ্যমে চাল বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।