ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিরাতুন্নবী (সা:) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সা:) মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সম্মেলনে আলেম-উলামা ও মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর। সিরাতুন্নবী (সা:) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো: মেরাজুল হক মাজহারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মো: নুরুল আমিন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল-হাবিব,যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,আল্লামা সাইদুর রহমান পীরসাহেব বরুণা,আল্লামা খুরশিদ আলম কাসেমী,মাওলানা আশরাফ আলী,মাওলানা মো: আবদুস ছাত্তার,মুফতি মো: ফয়েজুল্লাহ আশরাফী,মাওলানা মো: আবদুল হান্নান,মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মো: আমানুল্লাহ আনসারী,মুফতি মো: সাইদুর রহমান,মাওলানা মো: আরিফুল ইসলাম আনসারী,মাওলানা রায়হান উদ্দিন শরীফী,মূফতি জাহিদুল ইসলাম ফারুকী,মাওলানা হিফজুল্লাহ আনোয়ারী,মাওলানা এখলাছুর রহমান আনসারী,মাওলানা ইসমাইল হোসাইন,মাওলানা ফখরুল ইসলাম কাসেমী,মূফতি আবদুল লতিফ নুরী,মাওলানা জানে আলম সিদ্দিকী,মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ,মূফতি আবদুল মতিন মিয়াজী প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন,আওয়ামী জালেম শাসক গোষ্ঠি থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের গণজমায়েয়েতের ওপর নৃশংস হত্যা,২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে আলেম,মাদ্রাসা ছাত্র ও নিরীহ জনগনকে হত্যা এবং এ বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী জালেম শাসক গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। আগামীতে এই জমিনে কোন জালিমকে ছাত্রজনতা বরদাশত করবে না। আল্লাহ,আল্লাহর রাসুল(সা:) এবং কোরআন-হাদিস ও ইসলাম ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতকারী নাস্তিক,মুরদাদ ও নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।