কিশোরগঞ্জে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন করেছে।
বুধবার বিকেলে ৪ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নাজনীন জাহান লিলি, সদর উপজেলা শাখার সভাপতি সভাপতি মো: আসাদুজ্জামান খান রঞ্জু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহীন, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, আলম নাশ রাহ, মো: নাজমুল ইসলাম, পায়েল হায়দার, রহমত উল্লাহ, আজিজুল ইসলাম প্রমুখ।
পরে শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।