পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দীর্ঘদিনের কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক (৭২) আর নেই। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,থানার অীফসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম,ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক প্রমুখ। পরে কাজীপাড়া শাহী কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।