পাবনার সুজানগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাসী, চাঁদাবাজী এবং দখলদারিত্বের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুজানগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর ১২টায় সুজানগর এনএ কলেজ চত্বর থেকে বের হওয়া বিশাল ওই মিছিলটি সুজানগর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্ডল মার্কেটের সামনে এক পথ সভা করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।