রাজশাহীর বাঘায় পদ্মার চরে মালয়েশিয়া প্রবাসি আরিফুল ইসলামের অর্থায়নে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে চরের ২০০ পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর চকরাজাপুর, চরকালিদাসখালী, নিচ পলাশি ফতেপুর চরের ২০০ গৃহহারা পরিবারের মাঝে ১ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, আধা কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ১ কেজি লবণ ও খাবার সেলাইনসহ বিতরণ করা হয়। মালোশিয়া প্রবাসী আরিফুল ইসলাম উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের নবীর উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর চৌমাদিয়ায় ওয়ার্ডের মেম্বর আবদুর রহমান বলেন, পদ্মার ভাঙনে চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আতারপাড়ায়, ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়ায়া এবং ৩ নম্বর ওয়ার্ড দিয়ারকাদিরপুরে শতাধিক বাড়ি পদ্মা গর্ভে বিলিন হয়ে গেছে। কিছু নিচু বাড়িতে পানি উঠে। আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসি আরিফুল ইসলামের পিতা নবীর উদ্দিন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরর্ত আছে। পত্রিকায় পদ্মার চরের মানুষের দূর্দশার খবর দেখে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সরকারিভাবে খাদ্য সমাগ্রী বিতরণ করা হচ্ছে।