চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
এদিকে গুরুতর আহত গুলিবিদ্ধ আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এলাকাবাসী জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বালু কাঁটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাঁদের হামলায় আরিফ গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুলিবিদ্ধ আরিফের মেয়ে তানজিলা আক্তার বলেন, ‘বাবার পেটে গুলি লেগেছে। এখন কীভাবে চিকিৎসা করাব! বাবা বালু কেটে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে যায়।’
চাঁদপুর সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, ‘আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে। খাদ্য নালি ছিদ্র হয়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালু উত্তোলন চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর মেঘনা নদীতে বালু উত্তোলনের কোন অনুমোদন নেই।বহু বছর যাবত জেলা প্রশাসনের বালু মহাল ইজারা প্রদানও বন্ধ রয়েছে। এই সুযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরআস্টা,বোরোচরসহ পাশের মুন্সিগঞ্জ সীমানা ঘেঁষা চর এলাকার মেঘনা নদীতে চিহ্নিত জলদস্যুরা ড্রেজার ভাসিয়ে রাতের আঁধারে প্রাকৃতিক খনিজ সম্পদ নদীর বালু উত্তোলন করে জাহাজ ভরে ভরে বিক্রি করছে। প্রশাসন ইতোমধ্যে কয়েক দফা অভিযান করে ড্রোজার বালু বহনকারী জাহাজসহ অনেককে গ্রেপ্তার করলেও বালুদস্যুদের অবৈধভাবে বালু উত্তোলন থামছে না। নতুন করে আগের বালু চক্রের সাথে নতুন চক্র যোগ হয়ে মুন্সিগঞ্জ নৌ সীমানার নাম করে
মেঘনার চাঁদপুরের ওই এলাকায় বালুক্টা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।