বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে কাহারোল উপজেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাদরাতুন মুমতাহিনা, এসআই হরিপদ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা আফছানা মুস্তারি ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়। আলোচনা শেষে পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে ৫শত কেজি চাউলের ডিও তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার।