টাঙ্গাইলের দেলদুয়ারে বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয় মিছিলে অংশগ্রহণ করায় মাদ্রাসা শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় ৬ আগস্ট। ওই সময়ে দায়ের করা মামলায় পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৈমুর ফিরোজ খান পিস্টুলিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পাথরাইল ইউনিয়নের শুভকী পুটিয়াজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিস্টুলি পাথরাইল ইউনিয়নের শুভকি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
দেলদুয়ার থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট পুটিয়াজানী এলাকায় আনন্দ মিছিল হয়। ৬ আগস্ট ওই মিছিলে যোগদানকারী শুভকী গ্রামের মাদ্রাসা ছাত্র হাফেজ মাওলানা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই সময় শুভকী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার মূল আসামি জাহিদুল ইসলাম পলাতক রয়েছে। গ্রেপ্তার পিস্টুলি অজ্ঞাত আসামীদের অন্যতম একজন।