ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে আনসার নগর দারুল কোরআন মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ওই মাদ্রাসা মাঠে মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুস সোবহান এর সভাপতিত্বে পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ ব্যানারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল হুদা, মাওলানা তানভীর আহমদ, হাফেজ তাজূল ইসলাম, মাওলানা ইসহাক, মাওলানা আনোয়ারুল হক সোহাগ, মাওলানা আবু হুরায়রা, মাওলানা সাইফুল ইসলাম, নূরুল ইসলাম মাষ্টার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।