জামালপুরে কারাবিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হাজতি আবু সুফিয়ান (২০) মারা গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সুফিয়ান জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের আবদুল মালেক খোকার ছেলে।
এ নিয়ে জামালপুরে কারাবিদ্রোহে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি২) ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
জানা যায়, গত ৮ আগস্ট দুপুরে কারাগারের ভেতরে বন্দিদের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন ও পরে আর একজনের মৃত্যু হয়। ওইদিন জেলারসহ ৩ কারারক্ষী মোট ১৯ জন আহত হয়।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাজতি আবু সুফিয়ান বকশিগঞ্জের ঝালরচরের আবু রায়হান নামের এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি মামলায় গত ১৫ এপ্রিল জেলা গোয়েন্দা শাখা-২ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। পরের দিন আসামীকে আদালতে প্রেরণ করা হয়। আসামি আবু সুফিয়ান দোষ স্বীকার করে জবানবন্দি দিলে আদালত আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গত ৮ আগস্ট জামালপুর জেলা কারাগারে থাকা অবস্থায় কারাগারে সংগঠিত বন্দি বিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন ছিল। সোমবার দিবাগত রাতে সে মারা যায়।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি২) ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, নিহত আবু সুফিয়ান ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে ছিল। সোমবার দিবাগত সে রাতে মারা গেছেন।
উল্লেখ্য, কারা বিদ্রোহের সময় বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরের দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলারের কার্যালয়, হাসপাতাল ও আটটি ওয়ার্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে কারাগারের জেলার, কারারক্ষী, বন্দীসহ ১৯ জন আহত হয়। জামালপুর জেলা কারাগারে ৬৬৯ বন্দির মধ্যে সাজাপ্রাপ্ত বন্দি ছিল ১০০জন।