জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনঃবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) কনসালটেন্ট অর্থোপেডিক,ট্রমা ও স্পাইন সার্জন ডাঃ সাইফুল্লাহ - আল - নোমান যার ব্রত হচ্ছে মানবতার সেবা।
পেশাগত জীবনে ডাক্তারী এক মহান পেশা এবং জনসেবার এক উত্তম আদর্শ। যদি ডাক্তার হয় মানবিক ডাক্তার, যার ব্রত হবে মানুষের সেবা।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যেবাহী এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ নুরুদ্দীন মিয়া এবং নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম দম্পত্তির কনিষ্ঠ পুত্র ডাঃ সাইফুল্লাহ আল নোমান।
একজন আদর্শ শিক্ষকের সুযোগ্য সন্তান হিসাবে তিনি নিজ এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে প্রতি শুক্রবার ঢাকা থেকে ছুটে আসেন নগরকান্দায়। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন নগরকান্দা ডায়গোনিষ্টিক সেন্টারে । তিনি নগরকান্দা বাসীর নিকট একজন মানবিক চিকিৎসক হিসাবে খ্যাতি লাভ করেছেন। তার ব্যবহারে মুগ্ধ নগরকান্দা বসাী
একজন ভাল মানের এবং ভাল মনের মানবিক চিকিৎসক হচ্ছেন ডাঃ সাইফুল্লাহ আল নোমান। তার নিকট চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা বলে জানা গেছে তিনি প্রতিটা রোগীর নিকট থেকে ধৈর্য সহকারে সময় নিয়ে রোগের বর্ননা শোনেন এবং রোগীদের সাথে সুন্দর আচরণ করেন। মানবিক এ চিকিৎসক অনেক দুঃস্থ ও অসহায় রোগীদেরকে ফি ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করেন।
ডাঃ সাইফুল্লাহ আল নোমান বলেন, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি চিকিৎসক হিসাবে অনেক জটিল রোগীর চিকিৎসা করেছি। তবে হাবিবুর রহমান নামে একজন রোগীর চিকিৎসার কথা আমার জীবনে মনে রাখার মত একটা সফল চিকিৎসা।
হাবিবুর রহমান বাড়ি : ব্রাহ্মনবাড়িয়া, সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকার একটি সুনাম ধন্য হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলো, সেখানে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে একসময় তার পা কাঁটার মত অবস্থা হয়ে দাঁড়ায়, তখন তার বড় ভাই ডাঃ সাইফুল্লাহ আল নোমান এর সরনাপন্ন হয়। রোগীর স্বজনরা বলেন সবাই তো এই পা কেটে ফেলতে বলতেছে। যখন রোগীকে নিয়ে আসে তখন পা থেকে পচা দুর্গন্ধ আসতেছিলো, দেরী না করে সাথে সাথেই তখন রোগীকে অপারেশন টেবিলে নিয়ে সব মরা মাংস পেশী ও হাড় ফেলে দিয়ে খুব ভালো ভাবে পরিস্কার করে ,এখানে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে পায়ের রক্ত নালীর প্রবাহ ঠিক না থাকলে ডাক্তাররা চেস্টা করেও পা বাচাতে পারবো না, রোগীর প্রধান ২ টা শিরার মধ্যে একটি শিরা ভালো ছিলো, এটিই সাহস দিয়েছিলো যে চেস্টা করা যেতে পারে, রোগীর পরিবারের সবার সাথে আলোচনা করে টিম মেম্বার নিয়ে কাজ শুরু করে দেয় ডাঃ সাইফুল্লাহ।, আল্লাহর রহমতে ২ বছর চিকিৎসার পরে রোগী এখন নিজের পায়ে হাঁটতেছে। একজন ডাক্তার এর কাছে এটা অনেক বড় অর্জন চরম প্রাপ্তি।