মুন্সীগঞ্জের গজারিয়ায় আনলোডিং ড্রেজার দিয়ে বালু ফেলার কারণে পানির চাপে ভেঙ্গে গেছে বাঁশগাও-নয়ানগর সড়কের অন্তত ৩০ফুট অংশ। এতে উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে পাঁচটি গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষ।স্থানীয়দের অভিযোগ মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ভুলু মুন্সী-সহ আরো কয়েকজন ড্রেজার দিয়ে বালু ভরাটের ব্যবসা করার কারণে রাস্তাটি ভেঙে গেছে।
সরেজমিনে মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঁশগাও-নয়ানগর সড়কের বাঁশগাও কবরস্থানের প্রায় দেড়শো ফুট সামনে সড়কটির ৩০ ফুট অংশ ভেঙ্গে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়েছে। দেখা গেলো কয়েকজন লোক রাস্তা মেরামতের কাজ করছেন। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ভুলু মুন্সী তাদের রাস্তা মেরামতের কাজ করতে পাঠিয়েছেন বলে জানান তারা।
খবর নিয়ে জানা যায়, ইউনিয়নের নয়ানগর, বালুরচর, মিয়াবাড়ী, গজারিয়া ও গোসাইরচর গ্রামের অন্তত ৬/৭ হাজার মানুষ প্রতিদিন রাস্তাটি ব্যবহার করতো। বাংলাদেশ কোস্ট গার্ডের গজারিয়া ডকইয়ার্ড ও বেইস ও গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তা ও এটি। তিনদিন ধরে রাস্তাটি বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে করেছে রাস্তাটি ব্যবহারকারী।
স্থানীয় কয়েকজন জানায়, সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ভুলু মুন্সী-সহ আরো কয়েকজন ড্রেজার দিয়ে বালু ভরাটের ব্যবসা শুরু করেছিলেন। গজারিয়া গ্রামের বেনজিরসহ আরো কয়েকজনের জমিতে বালু ফেলার পর পানির চাপে সড়কটির এ অংশে অংশে ফাটল ধরে।পানির চাপ আরো বাড়তে থাকলে একপর্যায়ে শনিবার রাতে সড়কের এই অংশটি ভেঙে যায়।
রাস্তা মেরামতের কাজ করা শ্রমিক হোসেন বলেন,'ভুলু ভাই আমাদের রাস্তাটি মেরামত করতে বলেছেন। তিনি যাবতীয় সকল মালামাল কিনে দিয়েছেন। আমরা শুধুমাত্র তার হুকুম বাস্তবায়ন করছি। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারব না'।
স্থানীয় বাসিন্দা স্বপন প্রধান বলেন, 'শনিবার রাতের কোন একসময় পানির চাপে রাস্তাটি ভেঙ্গে যায়। তারপর থেকে কয়েকটি গ্রামের মানুষ রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে কাদা-পানি মাড়িয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করা দরকার'।
নয়ানগর গ্রামের বাসিন্দা ও গজারিয়া পাইলট মডেল হাই স্কুলের শিক্ষার্থী সিয়াম বলেন,রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে আমাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। বিকল্প পথে গজারিয়া বাজার ঘুরে স্কুলে যেতে ভাড়া ও সময় বেশী লাগে।
অভিযোগের ব্যাপারে ভুলু মুন্সী বলেন, ড্রেজার ব্যবসার সঙ্গে আমি জড়িত না। তাহলে ভেঙে যাওয়া সড়ক আপনি কেন সংস্কার করছেন? এমন প্রশ্নের উত্তরে ভুলু মুন্সী বলেন, ওই রাস্তা দিয়ে আমার কিছু পাথর যাবে। রাস্তা ভেঙ্গে পড়েছে, পাথর নিতে পারছিনা। তাই নিজের স্বার্থে কোস্টগার্ডের সঙ্গে মিলে রাস্তাটি সংস্কার করছি।
বিষয়টি সম্পর্কে এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন,সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছিলাম। এরপর সেই সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে তবে সড়কটি বালু ভরাটের পানির কারণে রাস্তাটি ভেঙেছে এমনটা আমাদের জানা ছিল না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব'।