দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন চাষিরা আগাম জাতের ধান কাটা ও মাড়াই করতে ব্যবস্ত সময় পার করছেন। গত কাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমন চাষিরা আমন ধান কাটছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। তা অতিক্রম করে ১৫ হাজার ৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। আগাম জাতে আমন ধানের মধ্যে রয়েছে, বিনা ধান ১৭, বিনা ধান ৭৫ ও কটরাপাড়ি। এলাকায় আগাম জাতের ধান পাকার কারণে কৃষকেরা আগাম জাতের ধানগুলি কাটছেন।
কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের কৃষক হরিশ জানান তিনি ১ একর জমিতে কটরাপারি ধান লাগিয়েছিলেন। বুধবার সকালে মেশিন দিয়ে ধান কাটা হয়। ১ একর জমিতে ৭০ মণ ধান পেয়েছেন। প্রতি মণ ধান বিক্রি করেছেন ১১ শত টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। একই এলাকার কৃষক মজিদ জানান ৫০ শতক জমিতে আগাম জাতের ধান আবাদ করে লাভবান হয়েছেন বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১১ শত থেকে ১১ শত ৫০ টাকা। কৃষকেরা বলেন, আগাম জাতের ধান কাটা মাড়াইর পর ওই জমিতে আলু চাষ করা হবে।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, এবার উপজেলায় আগাম জাতের ধানের ফলন ভালো হয়েছে কৃষকেরা দামও বেশি পেয়েছে। এবার আগাম জাতের ধান আবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখছেন। কৃষকদের আগাম জাতের ধান আবাদের জন্য সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ।