গাজীপুরের টঙ্গীতে গাসিক ৫৩নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় আঞ্চলিক যুবদলের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
যুবদল নেতা মোতালিব হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল।
এতে আরও বক্তব্য দেন পশ্চিম থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির হোসেন, সাইফুল ইসলাম আক্তার, জাকির হোসেন, সাইদুল ইসলাম জনি, বাবু, লিপু, আলম, ইমরান, পাবেল, রহমত উল্লাহ, রিয়াজ, ছাত্রদল নেতা রিফাত প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে টঙ্গীর যুবদলের সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই অনুপ্রবেশকারীদের দলে ঠাই দেওয়া হবে না।