আস্থার সাথে সাফল্যের শীর্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলায় আল-আরাফা ইসলামি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কেককাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-আরাফা ইসলামি ব্যাংকের শরণখোলা শাখা কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, শরণখোলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের শরণখোলা প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার প্রমূখ। আলোচনা সভা শেষে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান।