বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। রোববার বিকালে শোভাযাত্রাটি গফরগাঁও বিদ্যুৎ অফিস সংলগ্ন থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মহিলা দল কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান। উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিলা আক্তারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমন আর খায়রুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল হাসান (ফখরুল), জালাল উদ্দীন ও আজিম উদ্দিন, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন প্রমুখ।