নীলফামারীর সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ জয়নাল আবেদীন এলাকার পানি নিষ্কাশনের পথের কালভার্ট মাটি দিয়ে বন্ধ করে দেন। এরই প্রতিবাদে বাইপাস মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এটি ঘটে সোমবার ৩০ সেপ্টেম্বর রাতে শহরের ওয়াপদা এলাকায়। এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়ে শতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। জানা যায়, সৈয়দপুর ওয়াপদা পশ্চিমপাড়া এলাকায় মহাসড়ক থেকে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের পেছনের দেয়াল ঘেষে যাওয়া রাস্তা সংলগ্ন পানি নিষ্কাশনের কালভার্ট রয়েছে। ওই কালভার্টের পশ্চিম-দক্ষিন পাশের জমি জাতীয় পার্টির নেতা আলহাজ জয়নাল আবেদীনের। সম্প্রতি সেই জায়গায় বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করেন তিনি। ৩০ সেপ্টেম্বর সকালে কালভার্টের উভয় পাশের পানি প্রবাহের পথটিও মাটি ফেলে ঢেকে দেয়া হয়। ফলে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী। তারা রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং নালা ও কালভার্ট থেকে মাটি সরিয়ে নিতে বলেন। কিন্তু কোনভাবেই মাটি সরানো হবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে দাবী আদায়ে পাশেই মহাসড়কে অবস্থান নেয়। নএব্যাপারে আলহাজ জয়নাল আবেদীন বলেন জমিটা আমার। নালা বা কালভার্ট দিয়ে একসময় পানি নিষ্কাশন হলেও এখন আর হয়না। তাই এটি অকার্যকর তাছাড়া নালার পানি আমার জমিতেই পড়ে। একারণে আমি মাটি ভরাট করেছি। এতে কারো কোন সমস্যা হবেনা। তবুও অকারণেই এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ঝামেলার সৃষ্টি করে। তারা এসে আমার নির্মিতব্য ভবনের দেয়াল ভেঙে দেয়। আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমার মাথায় ৮টি সেলাই পড়েছে। বর্তমানে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি সুস্থ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর - ই- আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে বুঝালে তারা অবরোধ তুলে নেন।