নাটোরের লালপুরে চা ও মুদি দোকানের বাঁকির ২শ টাকা চাওয়াকে কেন্দ্র করে আবদুস সালাম (৪৫) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ওহিদুল নামের একজন বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে লালপুর উপজেলার চৌষুডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম ওই একই গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে ও আটককৃত সাহেব আলী আবদুল মজিদের ছেলে। লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, সাহেব আলী (৩৫) দীর্ঘ দিন ধরে সালামের চা ও মুদি দোকানে বাঁকিতে বিভিন্ন মালামাল ক্রয় করতো। দোকানের বাঁকি ২০০টাকা চাওয়াকে কেন্দ্র করে সাহেব ও দোকানদার সালামের মধ্যে সোমবার সন্ধ্যা রাতে কথা কাটাকাটি হয়। এ সময় সাহেব আলী ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরো যায়। প্রতিদিনের ন্যায় রাতে সালাম দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়েন। এ সময় সুযোগ বুঝে মঙ্গলবার গভীর রাতে সাহেব আলী দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে সালাম বুঝতে পেরে দোকান ঘর হতে বাহিরে বের হলে ঘাতক সাহেব আলী দোকানদার সালামকে ধারালো হাসুয়া দিয়ে ঘাড়ের ওপর কোপ দিলে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে দোকান ঘরটি আগুনে পুড়তে ও সালামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (১অক্টোবর) রাত ২টার দিকে পার্শ্ববর্তী এলাকার গোদুড়া গ্রামের মধ্য দিয়ে ওই ঘাতক পালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের রহিম তালুকদারের ছেলে ওহিদুল (২৮) তার নাম পরিচয় জানতে চাইলে তাকেও কুপিয়ে আহত করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘাতক সাহেবকে আটক করেন। এ বিষয়ে শহিদুল ইসলাম বাদি হয়ে সাহেব আলীকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহত আবদুস সালামের ভাতিজা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক সাহেব আলীকে আটক করা হয়েছে।