সৈয়দপুরে লায়ন্স অক্টোবর সেবা পক্ষ ও সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। ১ অক্টোবর লায়ন্স স্কুল এ- কলেজ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উড়ে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লায়ন্স জেলা ৩১৫ এ-২,বাংলাদেশ ও লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, জেলা লায়ন্স এর প্রেসিডেন্ট লায়ন মোঃ হানিফ (এমজেএস)। বিশেষ অতিথি প্রথম ভাইস প্রেসিডেন্ট মোঃ মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএস) ও প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন্স শঙ্কর কুমার রায় মনা (এমজেএসপি),ডিজি ইঞ্জিনিয়ার আবদুল ওয়াহাব। আয়োজক কমিটির সদস্য সচিব ও জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহমেদ, ট্রেজার ইফতেখার আহমেদ পুলক প্রমুখ। সেবা কর্মসূচীর মধ্যে রয়েছে, রক্তদান,স্বাস্থ্য পরীক্ষা,ছাগল বিতরণ,ভ্যান বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৫দিন ব্যাপী এসব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এমন তথ্য জানান,সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন ও সৈয়দপুর লায়ন্স স্কুল এ- কলেজ গভর্ণিং বডির সভাপতি মোঃ সফিয়ার রহমান।