“মর্যাদাপূর্ন বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রবীণদের নিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মঙ্গলবার সকালে গৈলা ইউনিয়নের পতিহার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে স্থানীয় মিশনে বৃক্ষরোপণ করা হয়। শেষে সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব স্তিফান গোমেজ, গৌরাঙ্গ বালা। বক্তব্য রাখেন ইউপি সদস্য সৈয়দ মনির হোসেন, মাঠ কর্মকর্তা পল রায়, কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে কারিতাস এসডিডিবি প্রকল্পের উদ্যোগে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে মাহিলাড়া প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, কারিতাস উন্নয়ন কমিটির সভাপতি মৃনাল কান্তি ঘোষ, সাবেক ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, কারিতাসের ফিল্ড এনিমেটর সুনীল কুমার মল্লিক প্রমুখ।