নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে মহানগর শাখাসহ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফারি কর্মীরা। মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবি মানা না হলে বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ও পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী দিয়েছেন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের মহানগর শাখার আহ্বায়ক মোঃ আলী আজগরের সভাপতিত্বে কর্মবিতরি চলাকালীন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. শাহেআলমসহ অন্যান্যরা। একই সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে কর্মসূচি চলাকালিন অনুষ্ঠিত সভায় উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এমিলিয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নার্স চিনু রানী বৈদ্য, মিডওয়াইফারি নুপুর খানমসহ অন্যান্যরা।