“১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে গফরগাঁও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক জুয়েলের সঞ্চালনায় শিক্ষকদের দাবী তুলে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন আকন্দ, যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান রতন, রাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন হক, শাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার জাহান সুমন, বলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ নাঈম, দত্তন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা পারভীন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের হাতে তুলে দেন। এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।