বরিশালে আগৈলঝাড়ায় বেসরকারি সংস্থা কারিতাস এর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়রে পতিহার কারিতাস অফিস চত্তর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ল্যালি শেষে অফিস চত্তরে অন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী সভাপতিত্বে আলাচনা সভায় উপস্থিত ছিলেন প্রবীণ,যুবক-যুবতীগণ, উন্নয়ন কমিটির ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপরিচালনা করেন কারিতাস বরিশাল অঞ্চল মাঠ কর্মকর্তা( এসডিডিবি প্রকল্প) পল রায়। বক্তরা বলেন, প্রবীদের প্রতি আমাদের অনেক দায়ত্ব ও কর্তব্য রয়েছে। তাদের সাথে আমাদের সময় দেওয়া। তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা। তাদের চাহিদা মতো খাবার দেওয়া। আমার দেখেছি প্রবীণ বাবা-মাকে বস্তাভবে রাস্তারধারে ফেলে যেতে। আমারা আর কোন বাবা-মাকে রাস্তারপাসে বস্তাবন্দি দেখতে চাইনা। প্রবীণ দিবসের তাৎপর্যা এবং প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, গৌরনদী যীশুর পবিত্র হৃদয়ের গীর্জা পাল-পুরোহিত ফা: জেরম রিংকু গোমেজ, সাংবাদিক এসএম ওমর আলী সানি, কারিতাস বরিশাল অঞ্চল কর্মসূচীর কর্মকর্তা(ডিএম) সম্রাট সেরাও, আগৈলঝাড়া গৈলা ইউনিয়ন ফেরাম সভাপিত মি.স্তীফার গোমেজ, গৈলা ইউনিয়নউন্নয়ন কমিটিমি. রজমস প্রদীব রায় প্রমূখ।