দোহাজারীস্হ দেওয়ান হাট মাছ বাজারটি আগের স্হানে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্হানীয় জনগন। গতকাল ১ অক্টোবর বিকালে দোহাজারী পৌর কার্যালয়ের সামনে কায়সার হামিদের সভাপতিত্বে মানববন্ধন পালন করা হয়।এতে বক্তব্য রাখেন - মো: ইলিয়াস, হেলাল উদ্দিন, আবু তৈয়ব, জুয়েল প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে পূর্বের স্হানে পুনরায় মাছ বাজারটি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান।