কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রীজের কাছে নামক স্থানে যমুনা গ্যাসের সারেন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় মনোয়ার হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টার দিকে। নিহত ব্যক্তি মাইল মারি গ্রামের আবু বক্করের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে নিজ গ্রাম মাইলমারি থেকে ভ্যানে পান বোঝাই করে বিক্রির জন্য ঝিনাইদহ যাওয়ার পথে বড়দাহ নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যমুনা গ্যাসের সারেন্ডার ভর্তি একটি ট্রাক এসে তাকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানে থাকা চার জন যাত্রী পড়ে যায় এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। আহত অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডঃ সহেলী খাতুন জানান মৃত অবস্থায় থাকে হাসপাতালে আনা হয়েছিল। এ বিষয়ে শৈলকূপা থানার উপণ্ডপরিদবার্ষক আবদুল জলিল জানান ঝিনাইদহ - কুষ্টিয়া মহাসড়কের বরদা ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় মনোয়ার হোসেন নামে একভ্যানের চালক নিহত হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।