পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে মঙ্গলবার ১অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক ওই পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে তারা এই কর্মবিরতি পালন করেন। এ সময় সিনিয়র নার্সদের মধ্যে বক্তব্য রাখেন, ফারজানা মুনমুন, ইনচার্জ মোসাম্মৎ মেরিন,মোসাম্মৎ আফরোজা সুলতানা, শিপ্রা রানী ঘরামি, শ্যামলী গাইন প্রমুখ। এ সময় ইনচার্জ মোসাম্মাৎ মেরিন বলেন, কর্ম বিরতি চলাকালীন জরুরি বিভাগ, ডেলিভারি বিভাগ, মুমূর্ষ রোগী, জরুরী সেবা সমূহ আমাদের কর্ম বিরতির আওতামুক্ত। সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন বলেন,রোগীদের সেবা দেওয়া আমাদের অন্যতম প্রধান কাজ। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণ করা হলে কৃতজ্ঞ থাকবো।