দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই বরিশাল সিটি করপোরেশনের অপসারিত সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রভাবে অবৈধভাবে নিয়োগ পাওয়া আর্কিটেক্ট এবং টাউন প্লানার এখনও স্বপদে বহাল রয়েছেন। ফলে বিসিসি’র অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি ওই দুই কর্মকর্তাকে নিয়ে দ্বিধা-দ্বন্ধে ভূগছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি বিহীন নিয়োগ পরীক্ষা ছাড়া দীর্ঘদিন স্বপদে বহাল থাকা দুই কর্মকর্তাকে দ্রুত অপসারনের দাবি করেছেন বিসিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা। ইতোমধ্যে অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিসিসিতে শত শত প্লানের আবেদন পরলেও তারা তেমন কোন প্লান অনুমোদন করাতে পারেন নি। সম্পূর্ণ রহস্যজনকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ষষ্ট তলার ওপরের বহুতল ভবনের প্লানের অনুমোদন। ফলে প্লান আবেদনকারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিসিসির মেয়র খোকন সেরনিয়াবাত আত্মগোপনে থাকা অবস্থাতেই ওই দুই কর্মকর্তার অবৈধ চুক্তির মেয়াদ বৃদ্ধি করায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অপরদিকে ইতোমধ্যে চুক্তিভিত্তিকদের নিয়োগ বাতিলের ক্ষেত্রে অন্য শাখা প্রধানদের মতামত না চাইলেও এই দুই কর্মকর্তার অবৈধ নিয়োগ বাতিল করতে বিসিসি কর্তৃপক্ষ প্রকৌশল বিভাগের কাছে মতামত চেয়েছেন। ফলে অবৈধ নিয়োগ বাতিলে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিসিসি সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর টাউন প্লানার এবং আর্কিটেক্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তির পর শত শত বেকার-যুবকদের আবেদন জমা পরে। কিন্তু কোন ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই মেধার মূল্যায়ন না করে রহস্যজনকভাবে টাউন প্লানার পদে সৈয়দা তাবাসসুম ইসলাম এবং আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানকে নিয়োগ দেওয়া হয়। ফলে অতিসম্প্রতি বিসিসি’র ওই দুই কর্মকর্তার নিয়োগ বাতিল করার সিদ্ধান্তে সংশ্লিষ্ট শাখা প্রকৌশলী মোঃ হুমায়ূন কবিরকে তিনকার্য দিবসের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। যা বিগত সময়ের কোনো নিয়োগ বাতিলের ক্ষেত্রে করা হয়নি। সূত্রে আরও জানা গেছে, প্লানার পদে পূর্ববর্তী কাজের কোন অভিজ্ঞতা ছাড়া সদ্য পাশকৃত সৈয়দা তাবাসসুম ইসলামকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। তিন মাস মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ গত এপ্রিল মাসে পূর্ন হওয়ার পর পুনরায় আবারও (টাউন প্লানার পদে) আরো তিন মাস বৃদ্ধি করে জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদ শেষ হলেও তাকে বাদ না দিয়ে উল্টো বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারিত সাবেক মেয়রের সাথে যোগাযোগ করে তার চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেছেন। তার আগে তিন মাস যেতে না যেতেই বেতন ৩০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৪০ হাজার টাকা করা হয়েছে। অপরদিকে আর্কিটেক্ট পদে সাইফুল ইসলাম লুশানের চুক্তির মেয়াদ তিনবছর বৃদ্ধি করা হয়। টাউন প্লানার সৈয়দা তাবাসসুম ইসলাম বলেন, সাবেক সিও স্যার আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই সিভি দেখে পারফেক্ট হওয়ায় আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের পরীক্ষাটা কেন নেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়। প্রায় একই কথা বলেছেন, আর্কিটেক্ট সাইফুল ইসলাম লুশান। এ ব্যাপারে বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে বিসিসির প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেলায় মেয়র ছাড়া সিওর মেয়াদ বাড়ানোর কোন ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।