দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর আখিরা ডাঙ্গা বন্যার কারণে নদীতে ৩শতটি পরিবার, ফসলি জমি ও ফুটবল খেলার মাঠ নদীতে ভেঙ্গে নেমে যাচ্ছে। গৃহ হারা হয়ে পড়েছে পরিবারগুলো। গতকাল দুপুরে ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায় নদীর পশ্চিম পাড় ভেঙ্গে গিয়ে ঢেপা নদীতে ফসলি জমিসহ ঘরবাড়ি পড়েগেছে। প্রায় ২ বছরপূর্বে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড আংশিক ভাবে জিও ব্যাগ দ্বারা অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করলেও কিছু অংশ নদীতে ভেঙ্গে গেছে। গত কয়েকদিনের টানা বর্ষন ও উজানের ঢলে বন্যায় পুনরায় নদীর পশ্চিম পাড় ২০০ মিটার ভেঙ্গে গেছে। নদীরপাড় ভেঙ্গে যাওয়ায় আবাদি জমি বালুপড়ে বালুচড়ে পরিনত হয়েছে। মঙ্গলবার কাহারোল উপজেলা নির্বাহী অফিসার এর নিকট গৃহ হারা পরিবারগুলি জরুরীভাবে নদীভাঙ্গন রক্ষা ও ফুটবল খেলার মাঠসহ আবাদি জমি ভাঙ্গন রোধের কবল হতে রক্ষার জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান, দ্রুত নদী ভাঙ্গন রোধের জন্য দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে দ্রুত বাঁধ নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নয়নের সঙ্গে কথা হলে তিনি বলেন, দ্রুত ভাঙ্গন রোধের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।