দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেল ৫টায় উপজেলার ওসমানপুর বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে ঘোড়াঘাট উপজেলার জামায়াতের আমীর মোফাখ্খার ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার নায়েবে আমীর ডা.মোহাম্মদ এনামুল হক,জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। বক্তাগন জামায়াতে ইসলামীর ভালো দিকগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য মিডিয়াকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আজিজার রহমান,ঘোড়াঘাট পৌর আমীর আমিনুল ইসলাম সেলিমসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী।