পাবনার সুজানগরের সাতবাড়ীয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে পদ্মাপাড়ের বাসিন্দাদের মনে স্বস্তি দেখা দিয়েছে। জানা যায়, চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদীর সাতবাড়ীয়া এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। আর ওই ভাঙনের মুখে পড়ে পদ্মাপাড়ের শত শত বাড়িঘরের পাশাপাশি সাতবাড়ীয়া পদ্মা রিসোর্ট এবং সাতবাড়ীয়া মৎস্য আড়ৎ। এলাকাবাসী ভাঙন প্রতিরোধে পাউবো বেড়ার হস্তক্ষেপ কামনা করেন। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করার উদ্যোগ নেয়। গত এক সপ্তাহ ধরে স্বচ্ছ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওই এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করছে। পদ্মাপাড়ের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করায় বিশেষ করে ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া মৎস্য আড়ত এবং সাতবাড়ীয়া পদ্মা রিসোর্ট ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে। তবে স্থায়ী ভাঙন প্রতিরোধে ওই এলাকায় সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ ব্যাপারে পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন বর্ষা মৌসুম শেষে স্থায়ী স্থায়ী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।