নাটোরের সিংড়া পৌর শহরের গরু হাটি এলাকার একটি ভাড়া গোডাউন থেকে ১৯০ বস্তা ধান চুরির বার দিন পেরিয়ে গেলেও চুরি হওয়া ধানের কোন সন্ধান করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় ধান ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশের দাবি চুরি সহ সকল অপকর্ম রোধে পুলিশ সচেতন রয়েছে এবং এই ধান চুরির সাথে জড়িতদের খুঁজে বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ করছেন। ক্ষতিগ্রস্থ ধান ব্যবসায়ী সোহেল রানা ও জহুরুল ইসলাম জানান, প্রায় ৪ বছর ধরে শহরের গরু হাটি এলাকায় গোডাউন ভাড়া নিয়ে ধান কেনা-বেচা করে আসছেন। কিন্তু হঠাৎ গত ১৭ সেপ্টেম্বর রাতে গোডাউনের তালা ভেঙ্গে ১৯০ বস্তা ধান চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। যার আনুমানিক মুল্য প্রায় ছয় লাখ টাকা। পরে থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর থেকে ওই এলাকায় রাতে ঘুরাঘুরি করতো এমন কিছু লোকজন গা ঢাকা দিয়েছেন দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত চুরির ধান উদ্ধার ও চোরচক্রের কোন সন্ধান না পাওয়ায় আশে পাশের ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্কে বিরাজ করছে বলে জানান তারা। স্থানীয় লেবার সরদার মামুন ও বাবু মিয়া বলেন, রাতে গোডাউনের তালাবন্ধ করে সবাই বাড়িতে যান। সকালে এসে দেখতে পান একটি গোডাউনের তালাভাঙ্গা। পরে ভেতরে ঢুকে দেখেন সাজানো একটি লাট থেকে অনেক বস্তা ধান নেই। সিংড়ার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ বলেন, রাত-দিন ২৪ ঘন্টা অনেক ব্যবসায়ী ধান ফেলে রাখার পরও অত্র এলাকার কোন ব্যবসায়ীর ধান চুরির ঘটনা ঘটেনি। দেশে পরিবর্তনের পর কিছু দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে। তাদেরকে আইনের আওতায় না আনা গেলে ব্যবসায়ীদের আরো বড় ধরণের ক্ষতির আশঙ্কা করেন তিনি। ধান চুরি অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার সময় সেখানে কারা উপস্থিত ছিল। পুলিশ সুপারের কার্যালয়ে সিডিআর এর আবেদন করেছেন। সেটি হাতে পেলেই তদন্ত কাজ সহজ হবে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, চুরি-ডাকাতি সহ সকল অপকর্ম রোধে তারা সচেতন রয়েছেন। এত বস্তা ধান গোডাউন থেকে কিভাবে উধাও হল এবং কারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।