নোয়াখালী প্রতিনিধি, নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে তারা কর্মবিরতি পালন শুরু করে। এ কর্মবিরতি বেলা ১২টা পর্যন্ত চলে বলেও জানান নার্সিং ও মিডওয়াইফারি নোয়াখালীর নেতৃবৃন্দরা। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নোয়াখালী জেলার শাখার আহ্বায়ক আবদুল্লা ফারুক বলেন, আমাদের ১ দফা দাবি হলো 'নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন'। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।