টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সকল নদীগুলোর পানি আবারো বৃদ্ধি পাঁচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ১০ সেন্টেমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৩ সেন্টিমিটার ও মধুপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষ আবারো বন্যার আশংকায় আতঙ্কিত হয়ে পরেছেন তারা।