মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যাবস্থা শক্তিশালীকরণ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ৩৪ তম আন্তর্জাতিক, প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা তালুকদার। বগুড়া সমাজসেবা কার্যালয়ের উপণ্ডপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, বগুড়া সিভিল সার্জন শফিউল আজম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল কায়েস। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা তরুণদের উদ্দেশ্যে বলেন, প্রবীণরা আমাদের জন্য আশির্বাদ, নবীনরা প্রবীনদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে। প্রবীনরা সমাজের বোঝা নয় তারা আমাদের শ্রদ্ধার পাত্র তাই তাদের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলের এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ওই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের প্রবীণ ব্যাক্তি বর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বগুড়ায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও টিএমএসএস মাসুদা প্রবীণ নিবাস বগুড়া।