টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপণ্ডপরিচালক মো. জাকির হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, হোমিও কলেজের অধ্যক্ষ ডা. সাহিদা আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।