হবিগঞ্জের মাধবপুরে ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্য কর্তৃক ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)’ সর্ম্পকে জঘন্য কটূক্তি ও অবমাননার প্রতিবাদে উলামা পরিষদ এবংসর্বস্থরের জনসাধারনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পষিদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সভাপতিত্ব করেন মাওলানা শাহ মোঃ গিয়াসউদ্দিন। মাওলানা ইসমাঈল আহম্মদ ও সুরাঈল আরেফিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এহতেশামুল হক, মাওলানা শোয়াইব আহম্মদ আশরাফি, কারি নূর উদ্দিন, মাওলানা কেফায়েতউল্লাহ, মুফতি এজহারুল ইসলাম, মাওলানা আবু হানিফ, মাওলানা আহম্মদুল্লাহ মুসা, মোঃ তাওহিদ ইসলাম, মোঃ মাঈন, মাওলানা বোরহান প্রমুখ।
সভায় বক্তাগণ ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।