ভোলার দৌলতখানে বিরোধীয় জমাজমি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে পাঁচ জনকে আহত করেছে। আহতদের মধ্যে গুরুতর আহত তিন জন রক্তাক্ত জখম অবস্থায় দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে শনিবার ২৯ সেপ্টেম্বর উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মিয়ার হাটের হেলালের দোকানের সামনে। রোববার ৩০ সেপ্টেম্বর সরেজমিন দৌলতখান হাসপাতালে গিয়ে দেখা যায় পুরুষ ওয়ার্ডে হাসপাতালের বেডে আহত উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. ফারুক হোসেন, ৫নং ওয়ার্ডের মো. নাগর ও হাচনাইন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে হাচনাইনের হাতের একটি আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এ ব্যাপারে মো হোসেন ও স্থানীয় লোকজন জানায়, জমাজমির বিরোধীয় সম্পত্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী মিন্টু মিয়ার ছেলে রুবেল, রুবেলের ছেলে রাফি ও তার বড় ভাই টিপু ছোট ভাই উজ্জ্বল মিলে আওয়ামী লীগের লোকজন এনে দেশিয় অস্ত্র শস্ত্র ও লাঠি সোঠা নিয়ে পিটিয়ে কুপিয়ে তাদের আহত করে। আহতরা জানায়, তারা তাদের দখলীয় জমিতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে।
থানায় মামলা হয়েছে।