নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে মাদ্রাসার আলিম বিভাগের এমপিওভূক্তির জন্য সাবেক এক এমপিকে ঘুষ দেয়ার কথা স্বীকার করার বিষয়ে অধ্যক্ষের কয়েকটি ফোনালাপ ফাঁস হয়েছে। এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
এলাকাবাসী দুসপ্তাহ আগে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপণ্ডপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অধ্যক্ষ সাইফুল ইসলাম, ক্যাশিয়ার মেহের আলী ও তদানিন্তন এমপির স্থানীয় প্রতিনিধি হেদায়েতুল ইসলাম শহীদুলকে দায়ি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় যে, গত ১৩ বছর এই তিন জন বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই মাদ্রাসার প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। এসব জমির থেকে আসা বাৎসরিক আয়ের পরিমাণ কমপক্ষে ৯ লক্ষ ২০ হাজার টাকা। গত ১৩ বছরে এ থেকে আয় হয়েছে এক কোটি টাকা ১৯ হাজার টাকা। মাদ্রাসার দুটি পুকুর থেকে বাৎসরিক আয় আসে কমপক্ষে তিন লক্ষ টাকা। ১৩ বছরে আয় হয়েছে ৩৯ লক্ষ টাকা। এ সময় মাদ্রাসায় ৭টি পদে নিয়োগ দিয়ে এক কোটি ৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে গত ১৩ বছরে আয় হয়েছে দুই কোটি ৬৩ লক্ষ টাকা। কিন্তু মাদ্রাসায় তহবিলে জমা দেয়া হয়েছে মাত্র এক কোটি ৬৩ লক্ষ টাকা। বাকি এক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এছাড়া এই মাদ্রাসার আলিম বিভাগের এমপিওভূক্তির জন্য ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের তদানিন্তন এমপি ছলিম উদ্দিন তরফদারকে দেয়ার জন্য ১৩ লক্ষ টাকা রাখা হয়। এরমধ্যে প্রথমে ৫ লক্ষ টাকা অধ্যক্ষ ও ক্যাসিয়ারের উপস্থিতিতে এমপির প্রতিনিধি এমপিকে দিয়েছেন। কিন্তু বাকি ৮ লক্ষ টাকা দেয়ার সময় কৌশলে অধ্যক্ষকে ছাড়াই বাকি দুজন গিয়ে দিয়ে আসেন। অভিযোগ করা হয় যে, পরের ৮ লক্ষ টাকা এমপিকে না দিয়েই দেয়া হয়েছে বলে প্রচার করা হয়। ফলে তখন আলিম বিভাগ এমপিওভুক্ত হয়নি। এলাকাবাসী এসব আত্মসাৎ করা টাকা পরিবর্তীত পরিস্থিতিতে মাদ্রাসার তহবিলে জমা দেয়া দাবি জানান।
বিষয়টি জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম ফাঁস হওয়া ফোনলাপ তার বলে স্বীকার করে জানান, রাজনৈতিক কারণে এমপিকে টাকা দিতে হয়েছে। অন্য অভিযোগগুলো তিনি অস্বীকার করে বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির নিকট প্রতিবছরের হিসাব বুঝে দেয়া হয়েছে।
ওই মাদ্রাসার ক্যাসিয়ার মেহের আলী এমপিকে ১৩ লক্ষ টাকাই দেয়া হয়েছে বলে জানান। তদানিন্তন এমপির প্রতিনিধি হেদায়েতুল ইসলাম শহীদুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মাদ্রাসার কেউ নন। সুতরাং টাকা লেনদেনের বিষয় তিনি কিছুই জানেন না।
পলাতক থাকায় এমপি ছলিম উদ্দিন তরফদার বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুরুপ একটি লিখিত অভিযোগ ডাকযোগে বর্তমানে পদাধিকার বলে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠিয়েছেন বলে জানান। ইউএনও জানান, অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।