আশাশুনি উপজেলার প্লাবিত কাদাকাটি ইউনিয়নের মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।
একটানা বৃষ্টিপাত ও বাইরের উপজেলা থেকে আসা পানির চাপে কাদাকাটি ইউনিয়নের বাড়িঘর, প্রতিষ্ঠান নিমজ্জিত হওয়ায় এলাকার মানুষ সুপেয় পানি সংকটে পড়েছে। পানি সংকট কাটিয়ে তুলতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় হতে সুপেয় পানি বিতরণ শুরু করেছে। ২৯ সেপ্টেম্বর পূর্ব কাদাকাটি গ্রামের মানুষের মধ্যে ৩০০০ লিটার পানি বিতরণ করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) যদুয়ারডাঙ্গা গ্রামের মানুষের মধ্যে ৩০০০ লিটার পানি বিতরণ করা হয়। আজ মঙ্গলবান খেজুরডাঙ্গা গ্রামের মানুষের মাঝে আরও ৩০০০ লিটার পানি বিতরণ করা হবে। বিতরণকালে স্থানীয় সাবেক মেম্বার জহির উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মনিরুল ইসলাম, তানভির হোসেন, খালেদ মেহবুব সুজন উপস্থিত ছিলেন।