পীরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ নুরে আলমের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে ওসি’র কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর পক্ষে থেকে জেলা জামায়াত নেতা মোত্তালেব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহম্মেদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংবাদিকদের পক্ষ থেকে সাবেক প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাবেক সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য সচিব শাহ জাহান সিরাজ মাসুদ, সাংবাদিক আবদুর রহমান রাসেল, ইস্রাফিল মিয়া, সৈয়দ আলী, শফিকুল ইসলাম খাঁন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনায় উপজেলার মাদক-জুয়া বন্ধসহ সার্বিক আইনশৃংঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি নুরে আলম সাংবাদিক ও জামায়াত নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় ওসি (তদন্ত) নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।