সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন বন্ধ ও পীরগাছা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ভবেশ চন্দ্র বর্মনের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা হিন্দু মহা ঐক্য পরিষদ। সোমবার দুপুরে উপজেলার পাকার মাথা রাজবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বেব করা হয়। মিছিলটি উপজেলা চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, হিন্দু মহা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবু সুধীর চন্দ্র রায়, হিন্দু মহা ঐক্য পরিষদের নেতা হিমাংসু বর্মন হৃদয়, মনোরঞ্জন রায় শান্তি, প্রহ্লাদ রায়, ডা: কাজল বর্মন ও শিশির কুমার রায়।
এসময় হিন্দু মহা ঐক্য পরিষদের নেতারা বাবু ভবেশ চন্দ্র রায়ের উপর হামলাকারীদের গ্রেপ্তার, আসন্ন দূর্গা পূজায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করণ, উপজেলার মন্থনার বড় তরফ ও ছোট তরফ দেবোত্তর এস্টেট এ নিরাপত্তা জোরদার করণ, কল্যাণী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ ৫টি হিন্দু পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং উপজেলার সকল দেবোত্তর এস্টেট এর অবৈধকৃত সকল সম্পত্তি উদ্ধার করার দাবি জানান।