বাগেরহাটের শরণখোলায় মা ও শিশু সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর সহযোগীতায় এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
রোববার সিএসও নেটওয়ার্ক সদস্য সাংবাদিক সাবেরা ঝর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ আজহারুল হকের সঞ্চালনায় গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাসুদুর রহমান।
গণশুনানীতে প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ের দরিদ্র নারী শিশুদের নিয়েই আমাদের কাজ। মহিলা অধিদপ্তরের আওতায় যে সব সেবা প্রদান করা হয় তা হচ্ছে, খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে নারীদের পুষ্টি ঘাটতি পূরনের লক্ষে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হয়। মা ও শিশুর সহায়তা, গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা কার্ড দেয়া। যাতে গর্ভকালীন তারা প্রতিমাসে ৮০০ টাকা করে পায়। এ ছাড়া ক্ষুদ্র ঋণ প্রকল্পে দরিদ্র নারীদের ৫% সার্ভিস চার্জের মাধ্যমে ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তির শর্তে ২০-৪৫ জনকে দেয়া হয়। সিটিজেন চার্টারের মাধ্যমে সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কল্পে সকল প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।