পল্লী বিদ্যূতায়ন বোর্ড (আর ই বি) ও পল্লী বিদ্যূৎ সমিতি একিভূতকরনসহ অভিন্ন চাকুরী বিধিবাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক / অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের দুই দফা দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছেন দেশের ৮০টি পল্লী বিদ্যূৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা / কর্মচারী এ বছরের শুরু থেকে। দীর্ঘদিন হয়ে গেলে ও দেশের পল্লী বিদ্যূৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা / কর্মচারীদের সমস্যার সমাধান না হওয়ায় সোমবার চট্টগ্রামসহ সারাদেশে একযোগে মানব বন্ধন করেছে ভুক্তভোগীরা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা / কর্মচারীদের পক্ষে সমন্বয়ক যথাক্রমে আবদুল হাকিম, মোঃ সালাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান ভুইয়া ও প্রকৌশলী রাজন কুমার দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় দেশের ১৪ কোটি মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ এবং টিকসই ও যুগোপযোগী বিতরণ ব্যবস্হা বির্নিমানের লক্ষ্যে আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে সরকারের পক্ষ থেকে সমাধানের প্রচেস্টা অব্যাহত থাকলে ও কালক্ষেপন ও সংস্কারের অস্বীকৃতি জানিয়ে বিপত্তি সৃষ্টি করেছে পল্লী বিদ্যূতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যূৎ বিভাগ কর্তৃক পল্লী বিদ্যূৎ সিস্টেমের সংস্কার সময়ে দাবি হিসেবে উল্লেখপূর্বক অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কিন্তু আরইবি কর্তৃক ওই কমিটির সভায় অনুপস্থিত থাকা, পরবর্তীতে ভিন্ন তারিখের সভায় উপস্থিত থাকলেও সভার সিদ্ধান্ত অনুযায়ী আরইবির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপস্থাপন না করা,অতপর সংস্কার প্রস্তাব উপস্থাপনের জন্য পুনরায় সভা আহবান করা হলে ও আরইবির পক্ষ থেকে সংস্কার না করে বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব প্রদান করা হয়। আরইবি - পবিস সংকটকালীন সময়ে সমাধানের চ্যালেঞ্জ মাথায় নিয়ে গত ২৬ আগস্ট পল্লী বিদ্যূতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে যোগাযোগ করেন মেজর জেনারেল জিয়া উল আজিম। তিনি যোগদানের পর দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। যোগদানের পর কথা ও কাজে মিল থাকবে বলে ও উল্লেখ করেন তিনি। কিন্তু বাস্তবে আরইবির কার্যক্রম সংস্থা প্রধানের প্রতিশ্রুির সাথে পুরাপুরি অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতিয়মান হচ্ছে বলে তারা মনে করেন।
গত ২৮ আগস্ট পল্লী বিদ্যূৎ সমিতির প্রতিনিধির আরইবি চেয়ারম্যান মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় বেশ কিছু সমস্যার সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল কমিটিতে আরইবি ও পবিসের সমান সংখ্যক সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে উপস্থিত আরইবি চেয়ারম্যান স্পষ্ট নিদের্শনা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে কমিটি গঠন হলে ও নিদের্শনার প্রতিফলন ঘঠেনি। সরকারি ও সি এ ফার্ম অডিট ছাড়া আরইবি পল্লী বিদ্যূৎ সমিতিকে শোষণের হাতিয়ার হিসেবে বিভিন্ন নামে মনগড়া ৮ ধরনের অডিট পরিচালনা করেন। আরইবি অডিট নামের ইতঃপূর্বে সমিতির একজন উপণ্ড মহাব্যবস্হাপকের হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গত ২৮ আগস্ট তারিখের রিফর্ম এর পূর্ব পর্যন্ত সরকারী এবং সিএ ফার্ম অডিট ছাড়া আরইবি সকল অডিট বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। এজন্য একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির সুপারিশ ছাড়া গত ১২ সেপ্টেম্বর অজ্ঞাত কারণে অডিট কার্যক্রম চালুর অনুমতি প্রদান করা হয়। সম্প্রতি ৮০টি সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার / জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার বিষয় উল্লেখ করে আরইবি চেয়ারম্যান বরাবরে তদন্তের জন্য আবেদন করা হয়। সমিতির জনবলের বিকল্প হিসাবে নিয়ম বর্হিভূত ভাবে ঠিকাদার ও উপদেষ্টা প্রতিস্ঠানের জনবল প্রশিক্ষনের অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি স্বাক্ষরকারীরা বলেন দেশের ১৪ কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যূৎ সেবা প্রদানের জন্য দেশের ৮০ টি পল্লী বিদ্যূৎ সমিতির সক্ষমতা রয়েছে। বিদ্যূৎ সরবরাহ গ্রহক সেবা প্রদানের জন্য মধ্যস্বত্বভোগী আরইবি কোন প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। দেশের মানুষের উন্নত বিদ্যূৎ সেবা প্রাপ্তীতে জনস্বার্থে বিঘ্নসৃস্টিকারী হিসাবে পরিচিত না হয়ে আধুনিক ও টেকসই বিতরন ব্যবস্হা বিনিমানে অন্তবর্তী কালীন সরকারের আশু প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির কর্মকর্তারা।