জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
গত রোববার সন্ধ্যায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে নন্দীগ্রাম কিশোর ক্লাবের আয়োজিত খেলায় মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ক্লাবকে ৩-১ গোলে পারজিত করে বিজয়ী হয় সুপার কিংস ক্লাব। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাবেক এমপি মোশারফ হোসেন।
এদিন কিশোর ক্লাবের পরিচালক আল মাসুম রুনুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির।