বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার বেলা ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বরিশালে কোনো অস্ত্র লুট হয়নি, থানায়ও হামলা হয়নি জানিয়ে বরিশালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নবাগত পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার বলেছেন, শুধু মাদক বহনকারী নয়; মাদক বিক্রেতাদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে। আসন্ন শারদীয় দুর্গা পূজায় বিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক সহযোগিতা চেয়েছেন নবাগত এ পুলিশ কমিশনার। একইসাথে নিরাপদ বরিশাল গড়তে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল মেট্রোপলিটন উপণ্ডপুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী আশরাফ ভূঞা, উপণ্ডপুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপণ্ডপুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত উপণ্ডপুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লা সহ বরিশালে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।