দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মোঃ আফসার উদ্দিন খানের পুত্র মোঃ সাজিবুল হাসান খানের বিরুদ্ধে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যাডে ভুয়া ট্রেড লাইসেন্সে ভুয়া মালিক সেজে পূবালী ব্যাংক লিমিটেড দৌলতপুর শাখায় ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলে নিয়ম বহির্ভূতভাবে এলজিইডি খুলনা কর্তৃক প্রদত্ত চেক জমা দিয়ে টাকা উত্তোলন করে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেসার্স রুম্মান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী একই উপজেলার হাজীগ্রামের মৃত মহিউদ্দিন মোল্যার পুত্র মকবুল হোসেন মোল্যা সাজিবুল হাসান খানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ এনে খুলনার আদালতে মামলা দায়ের করেছেন এমনটাই জানা গেছে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদনের ভিত্তিতে।
ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ওই সাজিবুল হাসান খান। তিনি দিঘলিয়া উপজেলার একজন লাইসেন্সবিহীন সাব কন্ট্রাক্টর। তিনি মেসার্স রুম্মান ট্রেডার্সের ঠিকাদারী কাজ সাব কন্ট্রাক্টর হিসেবে করেন। ওই মকবুল হোসেন স্বত্তাধিকারি মেসার্স রুম্মান ট্রেডার্স গত ৬/১০/২০২৪ ইং তারিখে ৫% নিম্ন দরে এলটিএম পদ্ধতিতে খুলনা জেলার রূপসা উপজেলাধীন ১, ৪৮, ৩৩, ৮৭৮ টাকার কাজ প্রাপ্ত হয়। কাজটির চুক্তি মূল্য ১, ৪০, ৯২, ১৮৪ টাকা ১০ পয়সা। কাজটির (ই-টেন্ডার আইডি নং ৭২৪৯৩২)। ওই কাজের এঙইগ বিল গত ২/০৯/২০২৪ ইং তারিখে চেক নং (৯৬৭০০১৭), টকা ১৭, ১৮, ৮৬০ টাকা খুলনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আমি গ্রহন করে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর প্রোঃ মোঃ আফসার উদ্দিন খানের পুত্র মোঃ সাজিবুল হাসান খানের নিকট ওই কাজের অনুকূলে সাউথ বাংলা এগ্রিকালচার এ- কমার্স ব্যাংক লিমিটেড খুলনা শাখা, মেসার্স রুম্মান ট্রেডার্স হিসাব নং ০০০৬১১১০১০২৭৬ এ জমা দেওয়ার জন্য প্রদান করি। কিন্তু উল্লিখিত সজিব পূর্ব পরিকল্পিতভাবে চেকটি সংশ্লিষ্ট হিসাবে জমা না দিয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের প্যাডে ভুয়া লাইসেন্সে ভুয়া মালিক সেজে পূবালী ব্যাংক দৌলতপুর শাখায় ওই প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খুলে নিয়ম বহির্ভূতভাবে চেকটি ভাঙ্গিয়ে অর্থ আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছে। কাজের অনুকূলে লাইসেন্সধারী স্বত্ত্বাধিকারী ওই টাকা চাইতে গেলে সে টাকা দিবে না এবং লাইসেন্সধারী মকবুলকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করছে বলে তিনি এ প্রতিবেদককে জানান। তিনি এ প্রতারক সজিবের নিকট পাওনা টাকা ফেরৎ ও প্রতারণার শাস্তি দাবী করে খুলনা আদালতে মামলাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। উল্লেখ্য ওই সজিবের বিরুদ্ধে এলজিইডি ও অন্যান্য কাজের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। দিঘলিয়া উপজেলার উন্নয়ন কাজের মাঠে তার বেপরোয়া কার্যক্রমে বিজ্ঞমহলের জিজ্ঞাসা এ সজিবের খুটির জোর কোথায়?