যশোরের শার্শায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল সজীব হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ। সোমবার( ৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া রাড়িপুকুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মা পারভীনা বেগমের অভিযোগ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পারভীনা বেগম জানান, তার ছেলে সজীব দীর্ঘদিন যাবত বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। শনিবার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজীবের নানি ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন সজীবের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাড়িপুকুর গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।