‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সের রুমেএ আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, উপজেলা তথ্য আপা রেকসোনা সুলতানা, উপজেলা আনসার ভিডিপির সহকারী অফিসার আনোয়ারা বেগম।